00:00
04:59
বর্তমানে এই গানটির সম্পর্কিত কোনো তথ্য নেই।
ও ও ও আ আ আ ও ও ও
ও ও ও আ আ আ ও ও ও
সেই পাখিটার কে জানি কি নাম
ও যে রোজ সকালে গান শুনিয়ে
মিষ্টি সুরে মন ভরিয়ে
ঘুম ভাঙাতো আমার
সেই পাখিটার কে জানি কি নাম
ও যে রোজ সকালে গান শুনিয়ে
মিষ্টি সুরে মন ভরিয়ে
ঘুম ভাঙাতো আমার
♪
কোন দেশে কোন গাছের শাখায়
জানি না তার বাসা কোথায়?
কোন দেশে কোন গাছের শাখায়
জানি না তার বাসা কোথায়?
খোঁজ নেবো বা কোন ঠিকানায়
যে এখন আমি তার
ও ও ও আ আ আ ও ও ও
সেই পাখিটার কে জানি কি নাম
ও যে রোজ সকালে গান শুনিয়ে
মিষ্টি সুরে মন ভরিয়ে
ঘুম ভাঙাতো আমার
♪
জানতে বড়ই ইচ্ছা করে
ঘুম জড়ানো অন্ধকারে
জানতে বড়ই ইচ্ছা করে
ঘুম জড়ানো অন্ধকারে
শ্নেহের শিকল কেটে দিয়ে
সে বন্দী হলো কার
ও ও ও আ আ আ ও ও ও
সেই পাখিটার কে জানি কি নাম
ও যে রোজ সকালে গান শুনিয়ে
মিষ্টি সুরে মন ভরিয়ে
ঘুম ভাঙাতো আমার
♪
আমায় ভুলে সুখ যদি পায়
ব্যাথা ভুলে থাকবো না হয়
আমায় ভুলে সুখ যদি পায়
ব্যাথা ভুলে থাকবো না হয়
ভালো আছে সে জানলে পরে
এ মন কাঁদবে না তো আর
ও ও ও আ আ আ ও ও ও
সেই পাখিটার কে জানি কি নাম
ও যে রোজ সকালে গান শুনিয়ে
মিষ্টি সুরে মন ভরিয়ে
ঘুম ভাঙাতো আমার
ও ও ও আ আ আ ও ও ও
আ আ আ ও ও ও আ আ আ